মুসলিম উম্মার শান্তি কামনায় ইফতার মাহফিলে মুনাজাত

105

জাহাঁগিরিয়ার শাহ্সুফি মমতাজিয়া ট্রাস্ট : আনজুমানে জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্টের উদ্যোগে গত ১৭ মে বিকেলে আইডিইবি এর সোস্যাল গার্ডেনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও চন্দ্র দর্শন শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের পীর শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী (মা.জি.আ)। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মুফতি আবদুল্লাহ আল মারুফ। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমোডর ড. সৈয়দ জিলানী মাহাবুব রহমান। স্বাগত বক্তব্য দেন আনজুমানে জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজীয়া ট্রাস্টের নির্বাহী পরিচালক পীরজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনসুর। বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, বিমান বাহিনীর সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার মো. নজরুল ইসলাম, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, পটুয়াখালী রাঙাবালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, শাহজাদা মাওলানা আহসান আলী মমতাজি, নুরুল আবছার চেয়ারম্যান, সহকারী কর কমিশনার মো. জাকির হোসেন, মেজর (অব.) আদনান নবীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেদুজ্জামান রাসেল, বাংলাদেশ বেতারের উপ আঞ্চলিক পরিচালক মো. সাইদুজ্জামান সাঈদ, নির্বাচন কমিশনের ব্যক্তিগত সহকারী মো. তকদির আহমেদ, সুধা সদনের গণসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান, ব্যারিস্টার জুনাইদ আহমেদ, সোহেল ফখরুদ-দীন, শাহজাদা মাওলানা মো. রিয়াজ উদ্দীন ঢালী, এমএম মোর্শেদ আলী, মো. ফেরদাউস, অধ্যক্ষ মাহামুদ আলী, হাসান ইমাম চৌধুরী, হাবিবুর রহমান, অধ্যাপক ড. এম এ মুক্তাদির, ড. মমতাজ উদ্দিন আহমদ, প্রভাষক মাওলানা রেজাউল করিম, মাওলানা গোলাম রব্বানী, সুপার মাওলানা ইকবাল হোসেন প্রমুখ। সভা শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত ও দোয়া পরিচালনা করেন শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী (মা.জি.আ)।
খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন গতকাল বিকেলে নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ইসমাইল এর প্রয়াত পিতা খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সভাপতির বক্তব্য দেন খলিলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. ইসমাইল। দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন খোকনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি অহিদুল আমীন, দপ্তর সম্পাদক মনোয়ার জাহির তানভীর, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলর সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম মাস্টার, যুগ্ম সম্পাদক নোয়াব আলী মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাহার আলী, কৃষি বিষয়ক সম্পাদক খোকন নাথ, ২নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী, ৪নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক ভূইয়া, ৫নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সওদাগর, ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার সওদাগর, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম মিয়া, ওয়ার্ড যুবলীগ নেতা মো. আরজু, সোহেল রহমান, কামাল হোসেন, মো. সাইফুদ্দিন, ছাত্রলীগ নেতা মো. ওমর, মো. ফাহিম হোসেন, মো. শাহজাহান, টুটুল, মো. শহীদ, মনির হোসেন মনি প্রমুখ।
কাউন্সিলর হাজী নুরুল হক : ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হকের পারিবারিক উদ্যোগে ৫ হাজার দুস্থ পরিবারকে ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠান হাজী নুরুল হকের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জাহাঙ্গীর আলম সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন, ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ননুরুল আমিন শান্তি, নগর যুবলীগের আহবায়ক মো. মহিউদ্দীন বাচ্চু, যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, বোরহানউদ্দিন চৌধুরী সালেহীন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর শ্রমিক লীগের মো. আবুল হোসেন আবু, কাউন্সিলর নীলু নাগ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না বিশ্বাস, সহ সভাপতি খুরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আব্বাস উদ্দীন, যুবনেতা মো. রফিকুল আলম, মো. সালাউদ্দীন, এস এম জয়নাল আবেদীন, মো. জিয়াউল হক লিটন, হাসান মুরাদ,ছাত্রলীগ নেতা নোমান সাইফ, ফখরুল আরেফিন দিহান, মো. রহিম প্রমুখ।
চবি ৩৪ তম ব্যাচ : চবি ৩৪তম ব্যাচের ইজিএম ও ইফতার অনুষ্ঠিত হয় গত ১৭ মে গোলপাহাড় মোড়স্থ ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমসহ চবি’র বিভিন্ন ব্যাচের প্রতিনিধিবৃন্দ।
দুপুর ২টায় ইজিএম দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ইজিএমে পূর্বের সব কার্যক্রম ও গঠনতন্ত্রের অনুমোদন নেয়া হয় উপস্থিত প্রায় একশত সদস্যদের কাছ থেকে। তারপর কমিটি গঠন হয়। কেএম শহীদুল কাওসারকে সভাপতি ও জিয়াউল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়, প্রধান হিসেবে ছিলেন জুয়েল দাশ অপর দুজন ছিলেন মো. দিদারুল আলম ও মফিদুল ইসলাম মামুন। বক্তব্য দেন মো. আজিজ হোসেন সরওয়ার, মো. শাহজাহান, মো. ইউছুপ, শামসুর রহমান রাকিবসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন মো. জমির হোসেন। ইফতারের পূর্বে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করা হয়।
নাগরিক সংযোগ : এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করবে নাগরিক সংযোগ। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সামাজিক আন্দোলনের মাধ্যমে নাগরিক সমস্যাসমূহের সমাধান করতে হবে। জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন এসব কথা বলেন।
সামাজিক সংগঠন নাগরিক সংযোগ ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের উদ্যোগে গত ১৭ মে বিকাল ৫টায় কৈবল্যধাম সড়কে হোটেল ২৪ ইন এ অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সংগঠনের আহবায়ক হাজী আফসার আলম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী ও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এস এম আলমগীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নূরুল কবির, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন সিরাজ, শেখ মামুনুর রশিদ, আকবর শাহ থানা শ্রমিক লীগ সভাপতি জমির উদ্দীন মাসুদ, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবুল হাসনাত সৈকত, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সমীর মহাজন লিটন, রাজীব হাসান রাজন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মো. ইলিয়াছ, মোরশেদ আলম, আজম খান, মোশাররফ হোসেন দুলাল, স্বপন দাশ গুপ্ত, জসীম উদ্দীন, জামাল উদ্দিন তারেক, শিশির কান্তি বল, হারুনুর রশিদ, স্বরূপ দত্ত রাজু, রকিবুল আলম সাজ্জী, এম এ আজিজ চৌধুরী, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর কবির নয়ন, শামীম আহম্মেদ সুমন, নাসির উদ্দিন, গিয়াস উদ্দীন জনি, মিজানুর রহমান জনি, নুরুন্নবী মারুফ, বেলাল উদ্দীন জুয়েল, দীন মোহাম্মদ বাদশা, আরিফুর রহমান, জাহিদুল ইসলাম সুমন, আবু নোমান, মনিরুল হক মুন্না, রোকনুজ্জামান রোকন, রেজাউল হাসান চৌধুরী রাজু, সৈয়দ তৌহিদ, গিয়াস উদ্দিন রিয়াজ খাঁন, ইমরান আহমেদ সাজিদ, হারুন বাদশা জিহাদ, রাজু আহম্মেদ, আনন্দ আচার্য্য প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ : গত ১৭ মে বিকালে হোটেল সেন্টমার্টিন লি. আগ্রাবাদ চট্টগ্রামে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের ইফতার মাহফিল চট্টগ্রাম বিভাগীয় মহাসচিব মো. নজরুল ইসলাম খান ও অর্থ সচিব মো. আলতাফ হোসেনের যৌথ সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি মিসেস আমেনা বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক।
প্রধান বক্তা ছিলেন ঐক্য পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নুরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম চান্দগাঁও থানা শিক্ষা অফিসার মো. আশরাফ উদ্দীন, ক্যাপ্টেন মো. হাসান, মোহাম্মদ হোসাইন, অধ্যক্ষ মো. মহিব উল্লাহ মিয়া, মো. আব্দুল হাকিম। বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, কে এম মনিরুজ্জামান, এ এম ফারুক, মৃদুল বডুয়া, মো. নজরুল ইসলাম, মো. রাশেদুল আযম মনজু, নিলুফার বানু, রাহেলা বি চৌধুরী এবং মো. আবু ইউনুচ, মো. কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদ, এস এম আবছার উদ্দীন, মো. জাফর আহম্মদ, মো. আমজাদ হোসেন, খায়ের উদ্দিন আহমেদ, মো. সেলিম মাহবুব, মো. হেলাল উদ্দিন, মো. রিদোয়ানুল আলম, এস এম রফিক উদ্দীন, মো. মাহাবুবুর রহমান দূর্জয়, রনজিত কুমার নাথ, মো. বদিউল আলম, আব্দুল্লাহ আল মামুন, মো. সালাউদ্দীন, মো. আলতাফ হোসেন, মো. আবু মুছা রাশেদ, মো. রাশেদ, মো. জসিম উদ্দীন, মো. আব্দুল করিম প্রমুখ। শেষে সভার সভাপতি মিসেস আমেনা বাতেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা ও মো. নাজিম উদ্দীনের মুনাজাতের মাধ্যমে সকলে ইফতার করেন।
বাংলাদেশ মেরিন ফিশারীজ এসোসিয়েশন : বাংলাদেশ মেরিন ফিশারীজ এসোসিয়েশনের উদ্যোগে ১৭ মে আগ্রাবাদস্থ সিলভার স্পুন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন ফিশারীজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট এ কে শামসুদ্দিন খান, মহাসচিব মো. মসিউর রহমান চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী : গত ১৭ মে রাউজানের পাহাড়তলীর মহামুনি গ্রামে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এর যৌথ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্ণর লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন এস এম সামসুদ্দিন, গভর্ণর আ্যডভাইজর লায়ন আসেদা জালাল এমজেএফ, লায়ন এ কেএম সওকত হাসান খান, লায়ন মো. আহসান, কামরুজ্জামান লিটন, লায়ন ইফতেখার হোসেন খান চৌধুরী, এস এম আবদুল লতিফ, লায়ন এম এ মোতালেব সিআইপি, রিজিওনাল চেয়ারপারসন লায়ন মনির আহমদ চৌধুরী, লায়ন রোকেয়া হক, রিজিওনাল চেয়ারপারসনলায়ন একরামুল হক ভূঁইয়া, জোন চেয়ারপারসন লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন আবদুর রহিম, লায়ন মোহাম্মদ মুছা, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন সিদ্ধার্থ বড়ুয়া, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন ইকবাল হোসেন সুমন, লায়ন নাজমুল হুদা মিলন সহ নেতৃবৃন্দ।
মানবাধিকার কমিশন : বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে, এজিএস ফ্যামিলির ব্যবস্থাপনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব হলে আয়োজিত অনুষ্ঠানে লায়ন সিতারা গফফার সভাপতিত্ব করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর জাফর উল্লাহ তালুকদার, সালামত আলী, নাঈমুল কাদের চৌধুরী হিমেল। বক্তব্য দেন ইউসুপ হানবী, নবী হোসেন, এড. নাসির উদ্দীন, এড. নাসরিন আক্তার চৌধুরী, আহসানুল হক, ইকবাল মুন্না। উপস্থিত ছিলেন পিডিজি লায়ন রূপম কিশোর বড়–য়া, পিডিজি লায়ন সিরাজুল হক আনছারী, ইকবাল আহমদ, সাইফুল বারী প্রমুখ। বিজ্ঞপ্তি