মুসলমান মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারে না

68

‘পহেলা বৈশাখ উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ হিসেবে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন করা হয় তা ইসলামি শরিয়ত সমর্থন করে না। কোনো মুসলমান মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারে না।’ গতকাল সন্ধ্যা ৬টায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির শাহ আহমদ শফী এসব কথা বলেন।
‘এসব আয়োজনে ধীরে ধীরে যেভাবে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে তা বাংলাদেশি মুসলমানদের জন্য কখনোই কল্যাণকর নয়’ উল্লেখ করে হেফাজতের আমির বলেন, ‘মানুষের জীবনের কল্যাণ ও মঙ্গল-অমঙ্গল সবকিছুই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার হুকুমে হয়। কোনো মূর্তি, ভাস্কর্য ও মুখোশে মঙ্গল-অমঙ্গল থাকতে পারে না। এসব বিশ্বাস যেমন ইসলামি শরিয়ত বিরোধী তেমনি আধুনিক সময়ে মূর্তি-ভাস্কর্য ও জীবজন্তুর ছবিতে মঙ্গল-অমঙ্গল কামনা করা একটি কুসংস্কার।’ তিনি প্রশ্ন করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিটিউট থেকে মাত্র ২৮ বছর আগ থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা কীভাবে সার্বজনীন বাঙালি উৎসব ও সংস্কৃতি হতে পারে?’
তরুণদের মঙ্গল শোভাযাত্রা ও গানবাদ্যের অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখার আহবান জানিয়ে তিনি বলেন, ‘সা¤প্রতিক সময়ে আমাদের দেশে যেভাবে অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, ধর্ষণ ও পাপাচার বেড়ে চলছে এর থেকে পরিত্রাণ পেতে আমাদের উচিত মহান আল্লাহর কাছে তওবার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা। কারণ নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি ও পরিশুদ্ধতা ছাড়া শুধু মানবরচিত আইনের মাধ্যমে আল্লাহর গজব ও পাপাচার থেকে মুক্তি পাওয়া সম্ভব না।’