মুসলমানের মূল কাজ কোরানের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন

61

প্রিয় নবী (দ.) এর রেখে যাওয়া সুন্নাত এবং পবিত্র কোরানের দিক নির্দেশনামূলক জীবনযাপনই হল একজন মুসলমানের মূল কাজ। এ কাজ সহজভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত। এ তরিক্বত মুসলমান নর-নারীকে প্রিয় নবী (দ.) এর সুন্নাত মোতাবেক দৈনন্দিন জীবনযাপন করতে রূহানীভাবে সাহায্য করে। গতকাল মঙ্গলবার রাউজানে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৬৫তম পবিত্র ফাতেহায়ে এয়াজদাহুম মাহফিলে আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ এ কথা বলেন।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে এয়াজদাহুম উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বাদে জোহর খতমে কোরআন, ফাতেহায়ে এয়াজদাহুম শীর্ষক আলোচনা, বাদে আসর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদান, বাদে মাগরিব তাওয়াজ্জুহ্র মাধ্যমে প্রিয় নবীর বাতেনী নূর বিতরণ, দেশবরেণ্য ওলামায়ে কেরামের তকরির ও তবাররুক বিতরণ এবং বাদে এশা মোর্শেদে আজমের তকরির, মিলাদ-ক্বিয়াম ও আখেরি মুনাজাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে সভা ও মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের ওলামা পরিষদের সভাপতি আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, সচিব মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকি, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী, আল্লামা মুহাম্মদ ফোরকান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, আল্লামা এমদাদুল হক মুনিরী, আল্লামা মুহাম্মদ জমির উদ্দীন প্রমুখ। শেষে দরবারের প্রতিষ্ঠাতা ফুয়ুজাত কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করা হয়। খবর বিজ্ঞপ্তির