মুশফিকের কাছে এটাই ‘সেরা’ বিপিএল

40

হভিওয়েট দল না গড়েও সেরা চারে খেলেছে চিটাগং ভাইকিংস। লিগপর্বে দুর্দান্ত দাপট দেখানো দলটি সোমবার ঢাকা ডায়নামাইটসের কাছে এলিমিনেটরে ৬ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে। নকআউট পর্বে শোচনীয় হার হতাশা জাগালেও পুরো টুর্নামেন্ট নিয়ে খুশি মুশফিকুর রহিম। সবদিক মিলিয়ে বিপিএলের ষষ্ঠ আসরকে এগিয়ে রাখলেন ভাইকিংস অধিনায়ক।
এবার বিপিএল খেলে গেছেন ওয়ার্নার, স্মিথ, হেলস, ভিলিয়ার্সের মতো ক্রিকেটার। আছেন গেইল, পোলার্ড, আফ্রিদি, নারিন, রুশো, রাসেল, লুক রাইটরা। কোনো দলই প্রতিপক্ষকে ছেড়ে কথা বলেনি টুর্নামেন্টজুড়ে। আগের সব আসর ছাপিয়ে মুশফিকের কাছে তাই এটিই সেরা বিপিএল। ব্যক্তিগত ও দলীয় অর্জনের দিক থেকেও মুশফিকের অন্যতম সেরা বিপিএল এটি। বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান চলতি আসরে ১৩ ম্যাচে করেছেন ৪২১ রান। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ। দেশি-বিদেশি মিলিয়ে অবস্থান দুই নম্বরে।