মুশফিকের এগার হাজার

62

নতুন মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তিনি পূর্ণ করেছেন ১১ হাজার রান। আফগানিস্তানের বিপক্ষে ব্যক্তিগত ৫৪ রানে এই মাইলফলকে পৌঁছে যান মুশফিক। অফস্পিনার মুজিব উর রহমানের করা ৩৮তম ওভারে একটি সিঙ্গেল নিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে এই অর্জন ছুঁয়েছেন তিনি।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুশফিকের। লর্ডসে জীবনের প্রথম টেস্ট খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। পরের বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকও হয়ে যায় তার। ব্যাটসম্যান-উইকেটকিপার দুই ভূমিকায় আস্থার পরিচয় দিয়ে আজ তিনি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার, টাইগারদের অপরিহার্য সদস্য। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ৩২৮ ম্যাচে ২১ সেঞ্চুরি ও ৮০ হাফসেঞ্চুরি সহ ১২ হাজার ৭২৪ রান করেছেন দেশসেরা ওপেনার। দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। ৩২১ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৭৭ হাফসেঞ্চুরি সহ বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ১১ হাজার ৪৭১ রান। এ দুজনের পরেই মুশফিকের অবস্থান। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৪ তম ম্যাচ খেলতে নামা মুশফিকের রান ১১ হাজার ২৯, সেঞ্চুরি ১৩টি, হাফসেঞ্চুরি ৫৮টি।