মুনিরীয়ার বিরুদ্ধে এবার মাঠে কওমিপন্থিরা

82

মুনিরীয়ার ‘ভন্ডামী’ বন্ধে এবার মাঠে নেমেছে উপজেলার কওমিপন্থিরা। গতকাল শনিবার উপজেলা সদরের চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের মুন্সিরঘাটায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন রাউজানের সকল কওমী মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, মুনির উল্লাহ একজন মুসরিক। তাকে কাফের বললেও গুনাহ হবে না। কারণ তিনি ইসলামকে বিকৃত করে, যা ইচ্ছে, তাই করছেন। এসব আর বরদাস্ত করা যাচ্ছে না। তাই এবার আমরা হলুদ কার্ড নিয়ে নেমেছি। প্রয়োজন হলে লাল কার্ড নিয়ে নামবো। অবিলম্বে মুনির উল্লাহকে গ্রেপ্তার, অধ্যক্ষ পদ থেকে বহিষ্কার ও মুনিরীয়ার কার্যক্রম নিষিদ্ধ করার দাবি বাস্তবায়নে সরকারের কাছে আবেদন করছি।
রাউজান উপজেলা কওমী বোর্ডের সভাপতি মৌলানা শেহাবুদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মৌলানা কেএম আলমগীর মাসুদের পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন রাউজান পৌর প্যানেল মেয়র (২) জমির উদ্দিন পারভেজ। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। প্রধান আলোচক ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, মৌলানা ইসহাক মাদানী, খোরশেদ আলম, এমএ হাসেম চৌধুরী, হাজী মো. ইউসুফ, কারী শহিদুল্লাহ, আহমদ শফি, শফিউল আজম, মুফতি হোসাইন, মৌলানা মো. শফি, মৌলানা বখতেয়ার, মৌলানা ওসমান, মৌলানা মো. হারুন, মৌলানা আতাউল্লাহ, এডভোকেট জিয়াউর রহমান, মৌলানা মো. ফারুক, মৌলানা সোহাইব, মৌলানা অলি আহমদ। পৃথক মানববন্ধনে অংশ নেয়া কওমী মাদ্রাসাসমূহ হচ্ছে আল জামিয়াতুল আরবিয়া এমদাদুল ইসলাম মাদ্রাসা, ফতেনগর আইনুল ইসলাম মাদ্রাসা, রাউজান সাইদ্যুশ শুহাদা (রা.) মাদ্রাসা, আল মাদ্রাসাতুল আরবিয়া আনোয়ারুল উলুম, কান্দিপাড়া আরবিয়া ফয়জুল উলুম মাদ্রাসা, খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা, মধ্যম ফতেনগর কাসেমুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসা, পশ্চিম গহিরা বাইতুন নুর দারুচ্ছুন্নাহ মাদ্রাসা, দলইনগর মদিনাতুল উলুম মাদ্রাসা, সুলতাননগর দারুল হেদায়াত মাদ্রাসা, জানিপাথর তালিমুল কোরআন মাদ্রাসা, দক্ষিণ গহিরা ফয়জিয়া তা’লিমুল কোরআন মাদ্রাসা, সুলতানপুর দারুছালাম মাদ্রাসা, দক্ষিণ গহিরা ছৈয়দ বদরুন্নেছা তালিমুল কোরআন মাদ্রাসা, মায়মুনা আলীখিল শেখ সায়িদ জমিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, হিংগলা আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা, দক্ষিণ রাউজানের মদুনাঘাট ইউনিছিয়া ফতেহুল ইসলাম মাদ্রাসা, আজিজিয়া আনছারুল উলুম মাদ্রাসা, বদুপাড়া রহমানিয়া হোছাইনিয়া ফয়জুল উলুম মাদ্রাসা, লাম্বুরহাট হোছাইনিয়া জমেউল উলুমল মাদ্রাসা, পলোয়ানপাড়া দারুল উলুম মাদ্রাসা, দেওয়ানপুর আল জামেয়াতুল আরবিয়া মদিনাতুল কোরআনল, গশ্চি এমদাদুল উলুম মাদ্রাসা, কোয়েপাড়া হাজী বাদশা মাবিয়া তালিমুল কোরআন একাডেমি, কচুখাইন আহমদিয়া দারুল হিকমাহ আল ইসলামীয়া মাদ্রাসা, পাহাড়তলী তালিমুল ইসলাম মাদ্রাসা, কৈয়াখালী দারুল উলুম একাডেমী, তাপবিদ্যুৎ কেন্দ্র তালিমুল কোরআন মাদ্রাসা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইউসূফ প্রকাশ হাজী সাবেব হুজুর।