মুজিববর্ষ বরণ করলো বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ

109

২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ মুজিববর্ষ। মুজিব বর্ষকে বরণ করলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি। এ উপলক্ষে ১ জানুয়ারি ২০২০ বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু সভাপতিত্ব করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম থেকে ১৫ আগস্ট ১৯৭৫ পর্যন্ত সময়ে তার জীবন চরিত এর উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নঈম উদ্দিন আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ খোরশেদ আলম সুজন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ডিন প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল। আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক নেতা সৈয়দ মাহমুদুল হক, সফিকুল হাসান, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বুলু, রোটারিয়ান ইলিয়াছ, কমিশনার ছালেহ আহমদ চৌধুরী, জয়নাল আবদীন, আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ, শফিউল আলম, জয়নাল আবদীন চৌধুরী, নুরুল আলম, ও শাহাদাত হাসান সহ অন্যরা। মুজিববর্ষ, বরণ অনুষ্ঠানে আলোচক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি ও স্বাধীনতার বীর সেনানী। তার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পৃথিবীর বুকে স্থান করে নিয়েছে। তাঁরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশ গড়ার কাজে সহযোগিতার আহব্বান জানান। বিজ্ঞপ্তি