মুজিববর্ষ উদযাপন বিভিন্ন উপজেলায় র‌্যালি

130

ফটিকছড়ি : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকালে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা পরিষদ হতে আরম্ভ হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাÐারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার। উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি করিশনার (ভূমি) মো. জানে আলম, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, ভাইস চেয়ারম্যান মো. ছালামত উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌলাহ প্রমুখ।
চকরিয়া : চকরিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষে গতকাল শনিবার সকালে পৌর সদরের চিরিংগা ডাক বাংলো থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জাফর আলম। পরে পূর্ব নির্ধারিত আলোচনা সভা উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জাফর আলম। র‌্যালি ও আলোচনা সভার পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধূরী, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, সনাক চকরিয়ার উপজেলা সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী প্রমুখ।
দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং দীঘিনালা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব প্রমুখ।
উখিয়া : উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ক্ষণগণনা স্বদেশ প্রত্যাবতন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল দশটার দিকে উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উখিয়ার দক্ষিন স্টেশন পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে উখিয়া সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী রবিন। অনুষ্ঠানের ২য় দিনে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন প্রচার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
বক্তব্য দেন উখিয়ার সহকারী কমিশনার ভূমি আমিনুল এহসান খান, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেসা বেবি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজন বড়–য়া রাজন প্রমুখ। শোভাযাত্রায় অংশ নেন উখিয়া থানার ওসি আবুল মনসুর, উখিয়া বঙ্গমাতা সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সাহাব উদ্দীন, উখিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন।