মুজিববর্ষজুড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

54

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বাঙালী জাতির জন্য একটি গৌরবময় অধ্যায়। মুজিববর্ষ উপলক্ষে বর্ষব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম উপরোক্ত মন্তব্য করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও বঙ্গবন্ধু শিশু উৎসব উদযাপন পরিষদ চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে বছরব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গত ৭ ফেব্রæয়ারি শুক্রবার বিকেল ৫ টায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশন এর চেয়ারম্যান অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও আর্মি স্টাফ কলেজের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আহসানুল আলম পারভেজ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। উদ্বোধকের বক্তব্যে ড.আহসানুল আলম পারভেজ বলেন, বাঙালী জাতির জন্য বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ একটি ঐতিহাসিক মুহুর্ত। সংগঠনের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট সংগঠক মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি মোঃ হাসান মুরাদ, জনকল্যান সংস্থার চেয়ারম্যান ডাঃ এম.এ জলিল, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও কদমতলী কলে­াল সংঘের ফুটবল কমিটির চেয়ারম্যান লায়ন এম.এ নেওয়াজ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুরেশ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং ডিজিটাল বাংলাদেশের প্রচারক স.ম.জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইনচার্জ এস.এম. লেয়াকত হোসেন, সদস্য কবি স্বপন বড়ূয়া, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, হানিফ চৌধুরী, মোহাম্মদ হোসেন, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, কবি আসিফ ইকবাল, সমীরন পাল, অভিনেত্রী লিজা আকতার রুমী, শিল্পী অন্তর দাশ, পূজা দাশ, অয়ন বড়ুয়া, প্রিয়ম বড়ুয়া প্রমূখ।