মুজাফরাবাদ বধ্যভূমি উন্নয়নে একনেকের সভা

149

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এর যুগ্ম সচিব ও ৭১’র মুক্তিযুদ্ধের বধ্যভূমি উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গতকাল মুজাফরাবাদ বধ্যভূমি স্থান পরিদর্শন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা পরিষদ একনেক সভায় মুজাফরাবাদ বধ্যভূমি স্মৃতিসৌধ ও কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় আশি লক্ষ টাকা। পরিদর্শনকালে সচিব বলেন, প্রাকৃতিক সৌন্দের্যে ঘেরা এমন শান্তিপ্রিয় গ্রামে আসতে পেরে আমি খুব গর্ববোধ করছি, ইতিহাসের ৩রা মে এ আলোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে বলেন এ হত্যাযজ্ঞ কালো অধ্যায় হয়ে থাকবে, স্বাধীনতার এত বছরে এখানে স্মৃতিসৌধ নির্মাণ না হওয়াতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত সকলকে অতি শীঘ্রই বধ্যভূমি স্মৃতিসৌধ ও কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করতে নির্দেশনা প্রদান করেন। এ সময় হুইপ সামশুল হক চৌধুরী এমপির প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, গণপূর্ত বিভাগ চট্টগ্রাম- ১ এর নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, মুজাফরাবাদ বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ও সমন্বয় এর সভাপতি বিপ্লব সেন, গণহত্যা দিবস-২০১৯ ইং উদযাপন পরিষদের আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্ত, সমন্বয়ের প্রাক্তন সভাপতি প্রদীপ কর, বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সহ-সম্পাদক বিপ্লব চৌধুরী, সমন্বয়ের সাধারণ সম্পাদক কাজল কর, রাজীব সেন, মিঠুন চৌধুরী মিঠু, মিঠুন চৌধুরী, মিটু ঘোষ, সুনিল সেন, সাগর মজুমদার সহ পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি