মুক্তি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিকসভা

133

দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাবল)’র ট্রেজারার এম জয়নাল আবেদীন বলেন, খুলশী থানায় বসবাসরত সাধারণ শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে ১৯৯৭ সালে আওতাধীন সমবায়’র আদর্শে মুক্তি সমাবেশ ও সঞ্চয় ঋন দান সমিতি লি. বা মুক্তি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. নামে অধ্যবধি একটি পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত হয়ে আসছে যা সত্যিই প্রশংনীয়। সাধারণ সদস্যদেরকে নিয়ে পরিবর্তনশীল বিশ্বয়ান’র পক্ষাপটে অর্থনৈতিক উন্নয়নের সহায়ক ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যক্তিগত সঞ্চয় ও পুঁজি সঠিক হিসাব সৎ, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের স্বার্থ সংগ্রক্ষণে সদা এই সমিতির সুশাসন নিশ্চিত সকলের দায়িত্ব ও কর্তব্য। অনতিবিলম্বে এই সংগঠনের হিসাব কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে কম্পিউটার বা অনলাইন ভিত্তিক করা সহ অফিসের কার্যক্রম পরিচালনা জন্য ভবনের সম্পসারণের কাজ ও আরো জনবল নিয়োগ করতে হবে। পাশাপাশি সদস্যদের দীর্ঘদিনের দাবি হাউজিং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সৎ ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করেন। ওয়ালের্স ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের ২১তম বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করে। সংগঠনের চেয়ারম্যান খোন্দকার রেজাউর রহিম’র সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাত্তার ভূঁইয়ার সঞ্চালনায় এতে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ূন কবির, মো. মোস্তফা কামাল তালুকদার, প্রধান শিক্ষক মো. মহসীন, ক্লাষ্টার পরিষদ’র চেয়ারম্যান আয়েশা বেগম, ঝাউতলা বাজার কমিটির সাবেক সভাপতি মো. হায়দার হোসেন বাদল। এতে আরো বক্তব্য রাখেন, সংগঠনের ঋন দান পরিষদ’র সভাপতি মো. জাফরুল্লাহ মজুমদার, ওয়ালের্স কলোনী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.’র চেয়ারম্যান আবুল কাশেম, রয়েল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.’র চেয়ারম্যান মাহবুবুর রহমান, ট্রেজারার মাহবুবুর রহমান, মহিলা মিলন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.’র ট্রেজারার মো. আরমান হোসেন, সংগঠনের আর্থিক প্রতিবেদন তুলে বক্তব্য রাখেন, প্রতিবেদন কমিটির আহব্বায়ক সেক্রেটারি আবদুস সাত্তার ভূঁইয়া, সদস্য সচিব মো. আবু দাউদ স্বপন, ভাইস চেয়ারম্যান মো. রহমত উল্লাহ রাজু, ম্যানেজার কাজী মো. নজরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন, মো. হানিফ, মো. রফিকুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. আযার আলী আজাদ, মো. ইকবাল হোসেন, মো. শাহিন মৃধা, মো. জিয়াউর রহমান জুয়েল, মো. নুর ইসলাম মিয়া হাসু, মো. সাইফুল আলম সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের নিয়ে লটারি ড্র তে ৭৫টি পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি