মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের পদযাত্রা

35

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, গণঅধিকার চর্চা কেন্দ্র, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, চৈতগ্রাম,ব্রিগেড-৭১,এর উদ্যোগে কোভিড নন কোভিড চিকিৎসা নিশ্চিত করণ ও চট্টগ্রামে কোভিড চিকিৎসার জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে সকাল ১১ টায় চট্টগ্রাম নতুন রেল স্টেশন চত্বর থেকে এক পদযাত্রা কমসূচির শুরু হয়ে চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে শেষ হয়। পদযাত্রা শেষে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে জয়নুদ্দিন জয় এর সঞ্চালনায় এক সভায় বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান, অরুন দাশ সাথী, আজম সাদেক, সাধন চন্দ্র বিশ্বাস,সোলায়মান খান, মশিউর রহমান খান, আসমা আক্তার, সরওয়াল আলম মনি, কাজী রাজেশ ইমরান, বেলাল হোসেন, আনজুয়ারা, দীপা মজুমদার, শফিকুল মুনির, আরাফাতুল মান্নান ঝিনুক প্রমুখ। সভায় চট্টগ্রামে ১০ হাজার বেডের আইসোলেশন সেন্টার স্থাপন, আইসোলেশন সেন্টারে অক্সিজেন ও এমব্যুলেন্স ব্যবস্থা, আইসোলেন সেন্টারে কোভিড টেস্ট এর ব্যবস্থা, প্রতিটি আইসোলেন সেন্টারে ২ থেকে ৩টি করে পি.সি.আর মেশিন স্থাপন, জেনেক্সপার্ট মেশিন স্থাপন করা, আইসোলেশন সেন্টার থেকে হাসপাতালে সহজে ভর্তির সুযোগ দান, সকল হাসপাতালে কোভিড নন কোভিড রোগীর চিকিৎসা নিশ্চিত করা, সকল সরকারি আধা-সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, সকল সরকারি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরসহ আই.সি.ইউ বেড বাড়ানো , কোভিড মোকাবেলায় সকল জনপ্রতিনিধি, ডাক্তার প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন পেশার প্রতিনিধি নিয়ে কমিটি গঠন, এই কমিটির হাতে কেনা-কাটাসহ জনবল নিয়োগ, চিকিৎসকদের সুরক্ষা দানের দাবি জানানো হয়। সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি