মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাবেশ

10

মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনাকে হত্যা আখ্যা দিয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে অবিলম্বে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর। শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহ্ববায়ক শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্ববায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিবের সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ‘বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা আমাদের জন্য লজ্জাজনক। অবিলম্বে মুনিয়ার হত্যাকারী আনভীরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।’ মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস বলেন, ‘অপরাধী যতোই প্রভাবশালী হোক আইনের আওতায় আনতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার হত্যাকারী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল। বিজ্ঞপ্তি