মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখার মানববন্ধন

42

চট্টগ্রাম বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বাঁশখালীর এমপি মোস্তাফিজসহ তার অনুসারিদের হামলায় হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখার আহবায়ক নুর আজাদ চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গত শনিবার অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে চট্টগ্রামে হামলার ইন্দনদাতা এমপি মোস্তাফির রহমানের বিচার দাবিসহ কক্সবাজারে মুক্তিযোদ্ধা সন্তান মেজর সিনহা হত্যা এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বীর মুক্তিযোদ্ধা সন্তান ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার সাথে সাথে এমপি মোস্তাঝিকে সংসদ সদস্য পদ থেকে বহিস্কারের জন্য সরকারের প্রতি দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন সুব্রত দাশ, জুয়েল বড়ুয়া, উত্তম দেবনাথ, দিদারুল আলম, রবি বড়ুয়া, জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল চাকমা, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুকুল রতন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন্দু বড়ুয়া প্রমুখ। এছাড়াও সমাবেশে সংহতি প্রকাশ করেছেন একাত্তরের ঘাকত দালাল র্নিমূল কমিটির সভাপতি প্রবীণ সুনীল কান্তি দে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা যুব ইউনিয়নের সভাপতি এম. জিসান বখতেয়ার ও খেলাঘর আসর রাঙামাটি জেলা সভাপতি জাহেদ আবেদীনসহ আরো অনেকে। প্রসংগত, চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য কর্তৃক মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্ন করা,বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারি শহীদ মৌলভী সৈয়দ এর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলী আশ্রাফকে গার্ড অব অনার না দেয়া এবং বাঁশখালীতেএমপি মোস্তাফিজ কর্তৃক মৌলভী সৈয়দের পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে পূর্বের নির্ধারিত কর্মসূচি অনুযায়ি ২৬আগষ্ট সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা।