মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডের র‌্যালি

67

জামাল খান প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ পালন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ ও আনন্দ মিছিল হয়। উক্ত সমাবেশে ও আনন্দ মিছিলে সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দীন জেলা কমান্ডার চট্টগ্রাম। বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার গণ নাসির উদ্দীন, আবদুর রাজ্জাক, বোরহান উদ্দীন, বদিউজ্জামান, আহমেদ হোসেন, এড. ফকরুদ্দিন, দিলীপ দাশ, আবুল হোসেন মাস্টার, বোয়ালখালী কমান্ডার হারুন, মাস্টার জাফর উল্লাহ প্রমুখ। আগামী ১৭ মার্চ বাংলাদেশের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে উনার আদর্শ ও অনুপ্রেরণা ধারণ করে মুক্তিযোদ্ধা ও বীর জনতাকে এগিয়ে যাওয়ার আহব্বান জানান। আজ বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে একমাত্র অবদান জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের কারণে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা অচিরেই পূরণ হবে। তখন বঙ্গবন্ধুর আত্মশান্তি মিলবে। মুক্তিযুদ্ধের জনতাকে ৭১এর মত ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য আত্মনিয়োগ করার আহŸান জানান। আজ সকালে জেলা কমান্ডের আওতাধীন সকল উপজেলায় কমান্ডারবৃন্দ নিজস্ব উপজেলায় আলোচনা সভা ও আনন্দ র‌্যালী করেন এবং বীর মুক্তিযোদ্ধার মার্কা প্রতীক স্বাধীনতার মার্কা প্রতীক মুক্তিযুদ্ধের চেতনা মার্কা প্রতীক আগামী ২৯ মার্চ বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানান জেলা কমান্ডার শাহাব উদ্দীন। পরিশেষে মুক্তিযোদ্ধাদেরকে আগামী ১২ মার্চ এলজিইডি ভবনে বিকাল ২টায় বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন এমপি বোয়ালখালী চট্টগ্রাম ও জনাব এম এ সালাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান জেলা পরিষদের এক সংবর্ধনা অনুষ্ঠিত হইবে এবং ১৪ মার্চ ২০২০ইং শিশু একাডেমী চট্টগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সকলকে উপস্থিত থাকার জন্য জেলা কমান্ডার উদাত্ত আহŸান জানান। উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল(অব:) বীর বিক্রম হেলাল মোরশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসক চট্টগ্রামকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরিশেষে একটি আনন্দ মিছিল করে মুজিব বর্ষের সফলতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি