মুক্তিযোদ্ধা মৌলভী ছৈয়দ ও শহীদ স্বপন চৌধুরী শ্রদ্ধাঞ্জলি

71

চট্টগ্রাম সাংস্কৃতিক জোট এর উদ্যোগে গত ২৭ ফেব্রূয়ারিবৃহস্পতিবার সন্ধ্যায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা মৌলভী ছৈয়দ ও শহীদ স্বপন চৌধুরীকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সজল দাশ এর সঞ্চালনায় প্রবীণ রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভানু রঞ্জন চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক সংগঠক মো: খোরশেদ আলম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মো: কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ন্যাপ নেতা মিটুল কান্তি দাশ, সাংবাদিক ও সংগঠক সৈয়দ দিদার আশরাফী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি শিক্ষক বাবুল কান্তি দাশ, সংগঠক মোহাম্মদ লিপটন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংস্কৃতিক জোট এর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। এতে আরো বক্তব্য রাখেন সংগঠক এম. নুরুল হুদা চৌধুরী, সংগঠক শিমুল দত্ত, এইচ.এম তারেক, দিলীপ সেনগুপ্ত, গণসংগীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, মো: ছবির আহমদ, মো: শামীম উদ্দীন, কবি স্বপন বড়ুয়া। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাহ নুরুল আলম, পংকজ কুমার রায়, মো: ইউনুছ মিয়া, মো: আলমগীর, মোহাম্মদ আফজাল হোসেন রিপন, বাবর মিয়া, মোহাম্মদ এরশাদুর রহমান শরিফ ও মো: জাফর আলম প্রমুখ। প্রধান অতিথি মো: খোরশেদ আলম বলেন, মৌলভী ছৈয়দ ও শহীদ স্বপন চৌধুরী দু’জন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তাঁরা একাত্তর সালে বঙ্গবন্ধুর আহব্বানে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং সম্মুখ যুদ্ধে স্বপন চৌধুরী নিহত হন। আর মৌলভী ছৈয়দ ৭৫’র পরবর্তী সময়ে যে কয়েকজন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী তার মধ্যে একজন। তাঁকে তৎকালীন সময়ে জেলের অভ্যন্তরে হত্যা করা হয়। অপ্রিয় হলেও সত্য যে, স্বাধীনতার পরবর্তী সময়ে অনেককেই জাতীয় সম্মাননা প্রদান করা হলেও এ দু’জন মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় কোনো সম্মানে অভিষিক্ত হয়নি। আলোচকেরা বলেন, যেই দেশে গুণীজনদের কদর নেই সেই দেশে গুণীজন জন্ম গ্রহণ করেন না। তারা এই দু’ব্যক্তির নামে চট্টগ্রামে দু’টি সড়কের নামকরণের দাবি জানান। চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এ দু’জন বীর শহীদকে তাঁদের অবদান স্বরূপ মুজিববর্ষ উপলক্ষে স্বাধীনতা পদকে ভূষিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। সভার সভাপতি ভানু রঞ্জন চক্রবর্ত্তী বলেন, চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মৌলভী ছৈয়দ ও শহীদ স্বপন চৌধুরীকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটির তাৎপর্যপূর্ণ। এটি একটি মানসম্পন্ন ও দৃষ্টিনন্দন অনুষ্ঠান। যারা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সফল করেছেন তিনি সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি