মুক্তিযোদ্ধা পরিচয়ে কবরস্থান দখল

68

নগরীর আগ্রাবাদ চৌমুহনি এলাকায় বিবিজান কবরস্থান দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শত বছরের এই কবরস্থান রক্ষার জন্য সংবাদ সম্মেলন করেছে ডবলমুরিং থানার ২৩ ও ২৪নং ওয়ার্ডের অধিবাসীরা।
শুক্রবার সকালে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, দীর্ঘদিন ধরে উক্ত এলাকার মানুষ মারা গেলে এই কবরস্থানে দাফন করা হতো। সামশুল আলম নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে জায়গা দখল করে বাড়ি ও দোকান তৈরি করছেন। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। কিছু বললে মিথ্যা মামলায় জড়িয়ে সাধারণ মানুষ হয়রানি করা হয়। শত বছরের এই কবরস্থানকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন, এমরানুল ইসলাম, মো. আবদুস সালাম, হুরুফা বেগম, আয়েশা বেগমসহ ২৩ ও ২৪নং ওয়ার্ডের অধিবাসীরা। বিজ্ঞপ্তি