মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মরণসভা

33

বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হবিবর রহমান হাবিব বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা সংগঠনের জেনারেল সেক্রেটারি নুরুল হুদা কর্মময় জীবনে সংগঠনের কর্মীদের একজন আদর্শবান ন্যায় নীতি পরায়ন মানুষ হিসেবে সকলের সুখে দুখে জীবনের বাজি রেখে যেমন একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ছিলেন তেমনি সংগঠনের নেতাকর্মীদের দুঃসময়ে দায়িত্ব পালন হতে পিছ পা হন নাই। তিনি পিতা, ভাই ও বন্ধুর মত স্বভাবসুলভ আচরণ দিয়ে সবাইকে আপন করে নিয়ে ছিলেন। আগামী প্রজন্মের রেল কর্মকর্তা কর্মচারীদের নুরুল হুদার আদর্শে নিজেদেরকে তৈরী করার জন্য সৎ ও আদর্শের সাথে আপোষহীন হয়ে দায়িত্ব পালনের জন্য তৈরী হতে হবে এবং মরহুম নুরুল হুতা সাহেবের লালিত স্বপ্নগুলো বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। গত ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় নগরীর পাহাড়তলী এলাকায় শাহীর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মরহুম মুক্তিযোদ্ধা স্মরণে স্মৃতি চারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে এ আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ বক্তা সৈয়দ কুদরত ই বারী খোকন বলেন, মরহুম নুরুল হুদা শুধু একজন নেতাই ছিলেন না তিনি একজন সকলের দায়িত্বশীল অভিভাবক ছিলেন। মরহুমের অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে সংগঠনের সকল নেতাকর্মীকে রাজনীতি ও স্বার্থের উদ্ধে থেকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। অনুষ্ঠানে শুরুতে কোরআন পাঠ করেন, সংগঠনের কার্যকরী সহ-সভাপতি শহীদ উল্লাহ ভূঁইয়া। সংগঠনের অর্থ সম্পাদক মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় এতে মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতি চারণ করেন কার্যকরী সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিআরইএল সভাপতি আনোয়ারুল হক হনি, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন আখন্দ, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির মোহাম্মদ আলী, শ্রমিক নেতা আবদুস সোবহান, সরোয়ার আহম্মদ চৌধুরী এমরান, মরহুমের পরিবারের পক্ষে মাহবুবুর রহমান, শারাফাত হোসেন, রাজিব হোসেন, মোঃ ইব্রাহিম, নুরুল আবসার প্রমুখ। অনুষ্ঠানে রেল অঙ্গণে কর্মরত উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীগন আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে মেজবান আয়োজনে মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি