মুক্তিযোদ্ধাদের জাতীয় শোক দিবসের কর্মসূচি

31

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে এক প্রস্তুতি সভা গত ৫ আগস্ট সোমবার দুপুর ৩টায় দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এর কর্মসূচী চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালোপতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ, দুপুর ২টায় কোরানখানি ও মিলাদ মাহফিল, বিকাল ৩টায় বঙ্গবন্ধুকে নিবেদিত করে সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, গান, আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী প্রবীর কুমার সেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী পুলক কান্তি বড়–য়া, নারীনেত্রী লুবনা হারুন, চারুশিল্পী দীপক দত্ত, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, দীপংকর চৌধুরী কাজল। সভাপতিত্ব করবেন। প্রিমিয়ার ব্যাংকের এএমডি বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার চৌধুরী। ২য় পর্বে বিকেল ৫টায় আলোচনা সভা ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালাম, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা পংকজ কুমার দস্তিদার, বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, নারী নেত্রী দিলারা ইউসুফ, শাহিদা আকতার জাহান, রেহানা বেগম (ফেরদৌস) চৌধুরী, এডভোকেট উম্মে হাবিবা, নওশেদ মোহাম্মদ রানা। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা এম.এ. মনসুর। সন্ধ্যা ৭টায় মেজবান। এই উপলক্ষে প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধ, কেন্দ্রীয় সংসদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান আবুল মনসুরকে চেয়ারম্যান, কমান্ডার মোহাম্মদ ইদ্রিছকে মহাসচিব করে একান্ন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি