মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বিজয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের অঙ্গীকার

40

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম সনাতনী নাগরিক সমন্বয় কমিটির সাথে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গত ২২ ডিসেম্বর নগরীর জেএম সেন হলস্থ জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ১৯৭০-৭১ থেকে এ পর্যন্ত সকল নির্বাচনে এদেশের সনাতনী জনগণ স্বাধীনতার স্বপক্ষ শক্তির পক্ষে ভূমিকা রেখেছেন এবং অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছেন। সময়ে-অসময়ে নির্যাতিত নিগৃহিত হয়েছেন। তারপরও সনাতনী জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ে পিছপা হবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। সংগঠনের আহবায়ক ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিতের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. তপন কান্তি দাশ, বিমল কান্তি দে, ডা. মনোতোষ ধর, সাধন ধর, বিদ্যালাল শীল, প্রকৌশলী আশুতোষ দাশ, সাধন চৌধুরী, ডা. বিধান মিত্র, বিপ্লব কুমার চৌধুরী, আশীষ চৌধুরী, রতন আচার্য্য, ডা. কথক দাশ, বিভিন্ন সংগঠনের পক্ষে বাবুল ঘোষ বাবুন, রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, বিপু ঘোষ বিলু, দেশপ্রিয় চৌধুরী বিনয়, ডা. অঞ্জন কুমার দাশ, নিখিল রঞ্জন রায়, দিলীপ কুমার দাশগুপ্ত, অধ্যাপক ঋতেন দাশ, রূপক শীল, শিবু প্রসাদ দত্ত, পটু কুমার ঘোষ, পরিমল দেব, এড. সুব্রত শীল রাশু, লিটন কুমার শীল, অরিজিৎ বিশ্বাস, সুরঞ্জিত পাল, ডা. বিবরণ দাশ, মৃণাল কান্তি দাশ, লিটু সূত্রধর, রাজন দাশ (রাজু), সুব্রত দাশ আকাশ, এড. স্বরূপ পাল, দেবব্রত নাথ জুয়েল, প্রকৌশলী অমিত ধর, এড. টিপু শীল জয়দেব, বিস্ময় সেনগুপ্ত (জয়), নিউটন দাশ রাহুল, সুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, অজিত কুমার শীল, কল্পতরু ভট্টাচার্য, অশোক চক্রবর্তী, এড. শৈবাল কান্তি শীল, সুব্রত শীল, উজ্জ্বল মল্লিক, সুমন চৌধুরী, লিপ্টন দেবনাথ লিপু প্রমুখ। বিজ্ঞপ্তি