মুক্তিযুদ্ধের পক্ষে সম্মিলিত লেখক জোটের সমাবেশ

46

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মুক্তিযুদ্ধের পক্ষে সম্মিলিত লেখক জোট আয়োজিত ‘তরুণ্যের প্রথম ভোট, মুক্তিযুদ্ধের পক্ষে হোক’ স্লোগানে মুক্তিযুদ্ধের পক্ষকে ভোট দেওয়ার আহবান জানিয়ে গত মঙ্গলবার বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হয়। লেখক ও সমন্বয়ক আহমেদ মনসুর ও রাজীব রাহুলের সঞ্চালনায় শিশুসাহিত্যিক আ.ফ.ম. মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, মুক্তিযুদ্ধ গবেষক ও প্রকাশক জামাল উদ্দিন, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি ইউসুফ মুহাম্মদ, লেখক ও সাংবাদিক অধ্যাপক আবু তালেব বেলাল, চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সাধারণ সম্পাদক অলিউর রহমান, শিশুসাহিত্যিক ও সাংবাদিক বিপুল বড়ুয়া, কবি আশীষ সেন, খেলাঘর আসর চট্টগ্রাম জেলার সহ-সভাপতি তারেক ইফতেখার ইফু, কবি শাহীন মাহমুদ, মুহাম্মদ নুরুল আবসার, খোরশেদ আলম, লেখক ও সাংবাদিক ফারুক মুনির, লেখক সাঈদুল আরেফীন, লিটন কুমার চৌধুরী, আখতারুল ইসলাম, সাইফুদ্দীন সাকিব, সেলিম আকতার পিয়াল, হৃদয় ইসমাইল, জাহেদুর রহমান সোহেল, তাপস চক্রবর্ত্তী, রাজীব চক্রবর্ত্তী, ইন্দ্রনীল ভট্টাচার্য্য, কনক রাজ চৌধুরী, আশফুন নুর, ইসমাইল হোসেন শুভ, বিদ্যুৎ দেব প্রমুখ। বক্তারা বলেন, এখন অনেকের মুখোশ উন্মোচিত হচ্ছে, সত্তরের নির্বাচনের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করতে জাতি আজ আবার ঐক্যবদ্ধ হয়েছে। কোন অপশক্তি এ বিজয় রুখতে পারবে না। বিজ্ঞপ্তি