মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দানু ছিলেন বাতিঘর : মোজাফফর

15

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেছেন, চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম কাজী ইনামুল হক দানু। সংগ্রাম, ত্যাগ, লড়াইয়ের মাধ্যমেই তার রাজনীতির শুরু ও শেষ। মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। দেশের জন্য মুক্তিযুদ্ধে লড়াই করেছেন মাঠে-ময়দানে। তার সংগ্রামী আদর্শ আমাদের প্রেরণার উৎস। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাতিঘর। রাজনৈতিক পরিমন্ডলে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে একজন গেরিলা কমান্ডার হিসেবে দেশ ও জাতির সেবায় এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে আমৃত্যু কাজ করে গেছেন। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় দারুল ফজল মার্কেটস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি স্মরণসভার আয়োজন করেন। সভার পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের ইমাম মাওলানা ফজল আহমদ।
সংগঠনের আহব্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর সন্তান শরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি। বক্তব্য দেন যুদ্ধকালীন কমান্ডার রাখাল চন্দ্র ঘোষ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডার মোহাম্মদ ইউসুফ, পাঁচলাইশ থানা কমান্ডার আহম্মদ মিয়া, বন্দর থানা কমান্ডার কামরুল আলম জতু, চান্দগাঁও থানা কমান্ডার কুতুবউদ্দিন চৌধুরী, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার নূর উদ্দিন, পাঁচলাইশ থানার ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মরহুমের পুত্র কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, কামরুল হুদা পাভেল, জয়নুদ্দিন জয়, আরাফাতুল মান্নান ঝিনুক, এস এম ইশতিয়াক আহমেদ রুমি, কাজী মুরাদুল ইসলাম, ইব্রাহিম বাদশা, বিবি গুল জান্নাত, মনিরুজ্জামান, সগির আহমেদ, জাবেদ পাটোয়ারী, হাফিজুর রহমান, নঈম উদ্দিন খান, শহীদুল্লাহ কায়সার, জামাল আহমেদ, আসাদুজ্জামান জিসান, আবদুল কাদের রিমন, হারুনুর রশিদ, গাজী মোহাম্মদ জুনায়েদ প্রমুখ। বিজ্ঞপ্তি