মুক্তিযুদ্ধের চেতনায়

16

ভাইয়া যেদিন যুদ্ধে গেল বঙ্গবন্ধুর ডাকে
সাঁঝের বেলা পালিয়ে ছিলো যায়নি বলে মাকে
মা যে আমার নামাজ পড়ে করতো কান্নাকাটি
আল্লাহ্ তুমি রক্ষা করো জন্মভূমির মাটি।

রক্ষা করো স্বদেশ আমার রক্ষা করো জাতি
সামস্ রাজাকার ধ্বংস করো যারাই আত্মঘাতি।

বীর শহীদের রক্তে ভেজা আমার দেশের মাটি
লাল সবুজের জয় পতাকা বীর বাঙালির ঘাটি।
পশ্চিমারা ভেবেছিল সব বাঙালি নিঃস্ব
যুদ্ধ করে দেখিয়ে দিলো চমকে গেলো বিশ্ব।

মায়ের দোয়া কবুল হলো যুদ্ধ হলো শেষ
বীরছেলেদের স্বাধীন বাংলাদেশ।