মুক্তধ্বনি আবৃত্তি সংসদের ম্যানারিজম বিষয়ক লেকচার

7

ম্যানারিজম হচ্ছে মানুষের নিত্যনৈমিত্তিক করা ভুল সংশোধন করে একটি উন্নত পারিবারিক সামাজিক জীবনবোধ গড়ে তোলা। স্বভাবের দোষ ত্রুটি ঊর্ধ্বে থেকে একটি সুশৃঙ্খল আচার রীতিনীতি তৈরি করা ম্যানারিজমের প্রধান বিষয়বস্তু। মানুষের স্বভাব সম্পর্কিত সকল বিষয়ই ম্যানারিজমের আওতাভুক্ত। উপরোক্ত কথাগুলো বলেছেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের ম্যানারিজম বিষয়ক লেকচার ও আবৃত্তি সন্ধ্যায় সিএমপির সিটিএসবির পরিদর্শক রফিক উল্লাহ। মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মসরুর হোছাইনের সভাপতিত্বে আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের, ব্যাংকার পুষ্পন চৌধুরী, যুবনেতা দেলোয়ার জাহান, মানোয়ার আলী রানা, এস এম সোলায়মান সবুজ, ফয়সাল চৌধুরী। বিজ্ঞপ্তি