মিয়ানমার নৌবাহিনীর জাহাজে রকেট হামলায় নিহত ৩

37

রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরে মিয়ানমার নৌবাহিনীর দু’টি জাহাজে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির রকেট হামলায় এক সেনা ক্যাপ্টেনসহ তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার মাইবন নদীতে এই হামলার ঘটনা ঘটে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানিয়েছে। সোমবার কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মী ময়নাতদন্তের জন্য তিনটি মরদেহ পৌঁছানোর কথা স্বীকার করেছেন। নিহতদের একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩-এর একজন ক্যাপ্টেন। অপর দু’জন দানিয়াবতি নৌঘাঁটির কর্মী। কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, নিহত ক্যাপ্টেনের নাম সোয়ে হতেত অং। আরাকান আর্মির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলার কথা স্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ আনন অঞ্চলে বৃদ্ধি পেয়েছে।
নৌবাহিনীর জাহাজে করে সেনাবাহিনী আসছে এই অঞ্চলে। আরাকান আর্মির দাবি অনুযায়ী, রকেট হামলায় প্রায় ১০ জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন। তবে ইরাবতির পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্যের জন্য ইরাবতির পক্ষ থেকে ফোন করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।