‘মিস্টার ইউনিভার্স’ রিয়াল মাদ্রিদ

30

আরব আমিরাতে ক্লাব আল আইনকে হারিয়ে গত ২২ ডিসেম্বর চতুর্থবারের মতো ক্লাব বিশ্বকাপ ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে লস-ব্লাঙ্কোসদের আন্তর্জাতিক শিরোপা দাঁড়াল ২৮টি। রিয়ালের আগে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শিরোপা জয়ের রেকর্ডটি ছিল আর্জেন্টিনার দখলে। ১৪টি কোপা আমেরিকা, ৬টি প্যান আমেরিকান গেমস, ২টি বিশ্বকাপ, ২টি অলিম্পিক, ২টি আর্তেমিও ফ্রাঞ্চি কাপ- মোট ২৭টি ট্রফি জিতেছে আলবিসিয়েস্তেরা।
আর্জেন্টিনার চিরশত্রু ব্রাজিল ২৪টি এবং দক্ষিণ আমেরিকার আরেক ফুটবল পরাশক্তি উরুগুয়ে এখন অবধি ২১টি শিরোপা জিতেছে।
ইউরোপের সফল ক্লাবের তালিকায় রিয়ালের পরই আছে বার্সেলোনা। কাতালান জায়ান্টরা ২২টি আন্তর্জাতিক ট্রফি জিতেছে। সমান ২১টি করে শিরোপা আছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান-জুভেন্টাস, ডাচ ক্লাব আয়াক্স, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ আর ইংলিশ জায়ান্ট লিভারপুলের। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে সর্বাধিক আন্তর্জাতিক ট্রফি জিতেছে ইন্দিপেন্দিয়েন্তি আর বোকা জুনিয়র্স। উভয় দলেই জিতেছে ১৮টি শিরোপা। আফ্রিকার ক্লাব ফুটবলে মিসরের আল আহলির আধিপত্য। এখন পর‌্যন্ত ২৪টি শিরোপা জিতেছে তারা।