মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের আলোচনাসভা

21

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র আলোচনা সভা গত ১১ নভেম্বর রাত ৮টায় হালিশহরস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শ্রী কালু কুমার দে। সাধারণ সম্পাদক মো. আবদুল হাশিম চৌধুরী পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এস.এম মহিউদ্দিন, সহ- সভাপতি ছাবের আহামদ নিজামী, যুগ্ন সম্পাদক (১ম) ও প্রকাশনার পরিষদের আহবায়ক এস এম আবুল হোসেন, যুগ্ন সম্পাদক (২য়) তৌহিদ উদ্ দৌজা ভূঞা, মিলনায়তন সম্পাদক এম.এইচ ইকবাল বাহার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং প্রকাশনা পরিষদের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম ইরান, তথ্য ও পাঠাগার সম্পাদক তাওসিফ ইমরাজ শিহান,প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, মহিলা সম্পাদিকা রাশেদা আক্তার মুন্নি, কার্যনির্বাহী সদস্য এস.এম.নিজাম উদ্দিন হারুন, মো. আইয়ুব আলী, মো.ইউনুছ ভূঞা, এড.এমরান উদ্দিন স্বপন প্রমূখ। সভায় ‘মিরসরাই ভবন’ নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি এই ভবন নির্মাণের চলমান কর্মযজ্ঞে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সভায় এসোসিয়েশনের ‘মিরসরাই ভবন’ নির্মাণ কমিটির চেয়ারম্যান ও ক্লিফটন গ্রুপের পরিচালক লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীকে আহবায়ক এবং রাশেদা আক্তার মুন্নিকে সদস্য সচিব করে ২০২০ সালের ১৩ মার্চ বার্ষিক পুর্নমিলনীর আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া বর্ধিত কলেবরে সদস্যদের নাম-ছবি সম্বিলিত, মুক্তিযুদ্ধের হাজারো স্মৃতি এবং বহু কীর্তিমান মানুষের পদচারণায় ধন্য মিরসরাইয়ের দুর্লভ স্মৃতি নিয়ে ‘হৃদয়ে মিরসরাই’ স্মরণিকা প্রকাশে সবাইকে নিজ নিজ দায়িত্ব বন্টন করে দেয়া হয়। রাত ১১ টায় সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি