মিরসরাই অটিজম সেন্টার ও অপকা’র সমন্বয় সভা

24

মিরসরাইয়ে সামাজিক উন্নয়ন সংস্থা অপকা (অর্গানাইজশন ফর দ্যা পুওর কমিউিনিটি এডভান্সমেন্ট) ও অটিজম সেন্টারের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর সকালে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ক্লিপটন গ্রূপের সিইও ও পরিচালক মহিউদ্দিন চৌধুরী। সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলা উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানুল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন, এ্যাপোলো হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান আলিম আক্তার ভূঁইয়া, টুরিস্ট পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন, অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও অপকা’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিবন্ধি রামু রায়কে সংবর্ধনা দেওয়া হয়। রামু রায় অপকা থেকে বিনা সুদে ঋণ গ্রহণ করে আজ প্রতিষ্ঠিত। তিনি দারিদ্রকে জয় করেছেন। কিভাবে তিনি অপকা থেকে ঋণ গ্রহণ এবং তার ভাগ্য পরিবর্তন করেছেন তার বর্ণনা দেন। উপস্থিত অতিথিরা তার বক্তব্য শুনে অপকাকে ধন্যবাদ দেন। সভায় অপকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। সভায় মিরসরাই অটিজম সেন্টারের সদস্য সংগ্রহ ও ফান্ড গঠণ নিয়ে আলোচনা করা হয়। অনেকে তাৎক্ষণিক সদস্যও হন। সভার সভাপতি মহি উদ্দিন চৌধুরী বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠি অটিস্টিকদের জন্য অটিজম সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে অপকা সকলের দৃষ্টি কেড়েছে। তিনি মিরসরাইয়ের সকল বিত্তবানকে অটিজম সেন্টারের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। সভায় আলা উদ্দিন চৌধুরীকে অপকার পরিচালনা পরিষদের সভাপতি ও ইসমাইল খানকে প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়।