মিরসরাই অটিজম সেন্টারের কৌশলগত কর্ম পরিকল্পনা সভা

22

মিরসরাই অটিজম সেন্টারের কৌশলগত কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার মস্তাননগরে মিরসরাই অটিজম সেন্টারের অস্থায়ী কার্যালয়ে কৌশলগত কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী। মিরসরাই অটিজম সেন্টারের সমন্বয়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, মিরসরাই অটিজম সেন্টারের সমন্বয়ক শারফুদ্দীন কাশ্মির, শাহাদাৎ হোসেন চৌধুরী, রাজু কুমার দে, এম আনোয়ার হোসেন, রাজীব মজুমদার প্রমুখ। এসময় মিরসরাই অটিজম সেন্টারের সদস্য সংগ্রহ, অটিজম সেন্টারের ফান্ড গঠন, কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। মিরসরাই অটিজম সেন্টারের স্বপ্নচারী উন্নয়ন সংস্থা অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর জানান, আগামী জানুয়ারি মাস থেকে মিরসরাই অটিজম সেন্টারে ক্লাস শুরু হবে। যারা আগ্রহী তাদের মিরসরাই অটিজম সেন্টারের অস্থায়ী কার্যালয়ে এসে যোগাযোগ করতে অনুরোধ করা গেল। প্রধান অতিথি অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী বলেন, স্বচ্ছতার মধ্যদিয়ে মিরসরাই অটিজম সেন্টারের কাজ করতে হবে। সব কাজের জবাবদিহিতা থাকতে হবে। মিরসরাই অটিজম সেন্টার শুধু বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে একটি মডেল অটিজম সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হবে।