মিরসরাইয়ে সচেতনতা র‌্যালি পুলিশের

30

ছেলেধরা গুজব না ছড়াতে জনসচেতনতামূলক র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে মিরসরাই থানা পুলিশ। র‌্যালিতে মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মিরসরাই পৌরসভা, পৌরসভা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ব্যবসায়ি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রবিবার (২৮ জুলাই) বিকেল ৪ টায় মিরসরাই সরকারি মডেল পাইলট স্কুল গেইট থেকে র‌্যালি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ, সেকেন্ড অফিসার দীনেশ দাশগুপ্ত, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ-দৌলা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, আওয়ামী লীগ নেতা শামছুল আলম দিদার, মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী, রহিম উল্ল্যাহ, রিজিয়া বেগম, জহির উদ্দিন প্রমুখ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির তার বক্তব্যে বলেন, পদ্মা সেতুর জন্য কারো মাথা প্রয়োজন নেই, এটা একটা গুজব। আপনারা গুজবে কান দেবেন না। এছাড়া কাউকে ছেলেধরা সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে থানায় খবর দেওয়ার অনুরোধ করেন তিনি।