মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১৫ লাখ অবৈধ চিংড়ি পোনা জব্দ

27

মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ১৫ লাখ অবৈধ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ওই পোনাগুলো জব্দ করা হয়। ১৫ টি বড় পাতিল ও ১৮ টি ড্রামে রাখা পোনাগুলোর মূল্য প্রায় ১৫ লাখ টাকা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মোহনা এবং উপকূলীয় জলাশয়ে মাছ/গলদা/বাগদা চিংড়ির পোনা ধরা নিষিদ্ধ। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী আইনের তোয়াক্কা না করে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা থেকে অবৈধভাবে চিংড়ি পোনা সংগ্রহ করে চিংড়ি ঘের মালিকদের কাছে বিক্রি করে। তিনি আরো জানান, অবৈধ চিংড়ি পোনাবাহী বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস আটক করা হয়। পরে বাস থেকে ১৫ টি বড় পাতিল ও ১৮ টি ড্রামে প্রায় ১৫ লাখ পোনা জব্দ করা হয়। প্রতি পোনা এক টাকা করে ধরলে পোনাগুলোর মূল্য ১৫ লাখ টাকা। জব্দকৃত পোনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের পরামর্শে ফেনী নদীতে অবমুক্ত করা হয়।