মিরসরাইয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে থানা পুলিশের মতবিনিময় সভা

35

বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ মতবিনিময় সভা করেছে। গত ১৩ মে দুপুরে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের গোলকানন্দ বৌদ্ধ বিহারে আয়োজিত মতবিনিময় সভা জোরারগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি প্রসার কান্তি বড়–য়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান। জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জে.বি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কান্তি বড়–য়া, জোরারগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল চন্দ্র বড়–য়া, ইউপি সদস্য জবা বড়–য়া, ইউপি সদস্য শামসুল আলম মিয়ন, খ্রিস্টান সম্প্রদায় নেতা বাদল দাশ, জোরারগঞ্জ গোলকানন্দ বৌদ্ধ বিহারের সভাপতি বাবুল বড়–য়া প্রমুখ। মতবিনিময় সভায় জোরারগঞ্জ এলাকায় বসবাসরত ৩৫ বৌদ্ধ ও ১৭ খ্রিস্টান পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। প্রধান অতিথির বক্তব্যে ওসি ইফতেখার হাসান বলেন, আগামী ১৮ মে সুন্দর ও সুশৃঙ্খলভাবে বৌদ্ধ পূর্ণিমা পালনের লক্ষ্যে থানা প্রশাসন সর্বাতœক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে। বর্হিবিশে^ বিভিন্ন সম্প্রদায়ের উপসনালয়ে হামলার ঘটনা ঘটছে, এতে আপনারা ভয় পাওয়ার কিছু নেই। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে।