মিরসরাইয়ে পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

27

মিরসরাইয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ২৫ ফেব্রূয়ারি উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। পিআইবির প্রোগ্রাম কর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন জানান, মিরসরাই ও সীতাকুন্ড উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন মিরসরাই ও সীতাকুন্ডে কর্মরত ৩৫ জন সাংবাদিক। আগামী ২৭ ফেব্রূয়ারি সমাপনী দিনে উপস্থিত থাকবেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিন দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহিদ উল্যাহ লিপন, সহযোগী অধ্যাপক রওশন আক্তার সোমা ও সহকারী অধ্যাপক রাজীব নন্দী। স্থানীয়ভাবে সহযোগিতা করছে মিরসরাই প্রেসক্লাব। এদিকে উদ্বোধনী দিনে পিআইবির প্রোগ্রাম কর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু।