মিরসরাইয়ে দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব

33

মিরসরাইয়ে দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। গত ১১ নভেম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা অভয়শরণ বৌদ্ধ বিহারের দিনব্যাপী অনুষ্ঠান বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের সভাপতি মহিতোষ বড়ুয়া, প্রধান সমন্বয়কারী প্রণয় কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক স্বাগতম বড়ুয়ার সার্বিক তত্বাবধানে প্রথম পর্বের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিজামপুর সংঘরাজ ভিক্ষু সংঘদান সমিতির সভাপতি প্রিয়ানন্দ মহাস্থবির। এসময় প্রধান সদ্ধর্মদেশক ছিলেন শাসনবংশ মহাথের। অধ্যক্ষ প্রিয়বংশ মহাথের, অধ্যক্ষ এম. ধর্মবোধি ভিক্ষু, অধ্যক্ষ এস. ধর্ম তিলক ভিক্ষু, উপাধ্যক্ষ আদিবংশ ভিক্ষু, অধ্যক্ষ প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু, অধ্যক্ষ জিনবংশ ভিক্ষু। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান দমদমা অভয়শরণ বৌদ্ধ বিহারের সভাপতি সজীব বড়ুয়া মুন্না ও সাধারণ সম্পাদক এডভোকেট দীর্ঘতম বড়ুয়া দীঘুর সার্বিক তত্বাবধানে প্রধান সদ্ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ সত্যপাল মহাথের। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন মেত্তানন্দ থের, উপাধ্যক্ষ ধর্মানন্দ ভিক্ষু, আলোকাবংশ থের। সদ্ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ জ্ঞানলংকার থের, অধ্যক্ষ প্রজ্ঞালংকার থের, অধ্যক্ষ সুপ্রিয়ানন্দ থের, জ্যোতিব্রম্ম থের, অধ্যক্ষ অজয়ানন্দ ভিক্ষু। এসময় স্বাগত ভাষন দেন দমদমা অভয়শরণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপানন্দ ভিক্ষু এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া। সর্বশেষে চীবর পরিক্রমা ও উৎসর্গ, ফানুসবাতি উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।