মিরসরাইয়ে ডিওয়ার্মিং ক্যাম্পেইন

41

মিরসরাইয়ে ডিওয়ার্মিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে মিরসরাই পৌরসভার পশ্চিম গোভনীয়া এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রজেক্ট ইমপ্লিমেন্টশন ইউনিট (পিআইইডি) এর আওতায় ভাইরাস জনিত রোগ লাম্পি স্কিন ডিজিজ মোকাবেলায় এ্যান্টি এলার্জিক ইনজেকশান, ১শ ২৬টি গরুকে ক্ষুরা রোগের ভ্যাকসিন, ৪শ গরু, ১শ ২০টি মুরগি ও ১০টি ছাগলের জন্য কৃমির ওষুধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কান্তি পোদ্দার, ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, উপজেলার উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়া, ভিএফএ সুমন চন্দ্র পাল, জাহিদুল আলম, এফএএআই শিমুল চন্দ্র দাশ, রোকেয়া বেগম প্রমুখ।