মিরসরাইয়ে ইফতার সামগ্রী বিতরণ

59

মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ডা. মোহাম্মদ ছালেহ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শত ৫০ জন সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১১ মে সকালে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের ডা. মোহাম্মদ ছালেহর বাড়িতে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের লক্ষ্যে সর্বাতœক সহযোগীতা করেন সৌদি আরব প্রবাসী আব্দুল কাদের, লন্ডন প্রবাসী আজহারুল হক রাহাত, কানাডা প্রবাসী মিজানুর রহমান, স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক ফখরুল ইসলাম জেকসন। ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জর্জ কোর্টের এডভোকেট খুরশিদ আলম, ফোরাম-৯২ সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ ফজলুল হক, ব্যবসায়ী ইলিয়াছ ভূঁইয়া, সাংবাদিক এম আনোয়ার হোসেন, সমাজকর্মী জহিরুল ইসলাম, অভিযান ক্লাবের সাধারণ সম্পাদক রিপন দাশ, ডা. মোহাম্মদ ছালেহ ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান, আতাউর রহমান, ব্যাংক কর্মকর্তা মেহেদী ইমতিয়াজ, জিয়াউল হক এমরান, জাহিদুল আজিজ নাহিদ, আশিকুর রহমান প্রমুখ। এবার সাড়ে ৬ শত জন সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১৪ কেজি ওজনের ১৪ টি পদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ডা. মোহাম্মদ ছালেহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফুর রহমান টিপু জানান, ফাউন্ডেশনটি আমার বাবার নামে হলেও শুরু থেকে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে এলাকার সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের সামাজিক কর্মকান্ডে যারা দেশ ও প্রবাস থেকে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ১৮ জানুয়ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান অষ্ট্রেলিয়া প্রবাসী লুৎফুর রহমান টিপুর উপস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় শিশুসহ ৩৩০ জন চিকিৎসা সেবা নেন। এছাড়া ২৬ জানুয়ারী অর্ধশত অনাথও দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, ২১০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র ও ১০ টি পরিবারের মাঝে কিচেন ক্যাবিনেট বিতরণ করা হয়।