মিরসরাইয়ে আগুনে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

46

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মিরসরাই পৌরসদরের কলেজ রোডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মিরসরাই ও সীতাকুন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিটের ৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো হক সু-স্টোর, শফি মোল্লা-স্টোর, মা-মনি টেইলার্স, মুন্না ফার্মেসি, গোপাল স্টোর, আল-আমিন স্টোর, বাবু স্টোর, হাওলাদার খাদ্য ভান্ডার, শিমুল স্টোর, খাঁন ডেল্টা ফার্মেসি।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রবিউল আজম জানান, রাত ১২টা ২৫ মিনিটের দিকে মিরসরাই কলেজ রোড সড়কের কাঁচাবাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। জনতা ব্যাংকের পার্শ্ববর্তী একটি জুতার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপনের প্রাথমিক সরঞ্জাম না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।