মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী সমিতির সমাবেশ

94

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন,বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। শ্রমজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ শ্রমজীবী মানুষকে অভুক্ত রেখে দেশের কাংখিত উন্নয়ন সম্ভব নয়। তাই মালিকের উচিত তাদের প্রকৃত শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা। তিনি গতকাল বৃহষ্পতিবার রাতে মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী সমিতি (রেজি.নং-১৪৫৬) এর আয়োজনে মিমি সুপার মার্কেট চত্বরে এক সমাবেশে এ কথা বলেন। মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী সমিতির সভাপতি নুর ইয়াছিন চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর দোকান কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ এর সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বখতেয়ার উদ্দীন খাঁন। এতে আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা প্রদীপ বড়–য়া, অলি উল্লাহ সুমন, জাহেদুল হক চৌধুরী, সালাহ উদ্দীন, জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম, তোফাজ্জল হোসেন জিকু, আফাজ উদ্দিন আফসার, নুরুল আলম লেদু, প্রবীন কুমার ঘোষ, এনায়েত উল্লাহ, ফতেউর রহমান, জাহাঙ্গীর আলম-২, হারুন শহীদুল আলম বখতেয়ার, লিটন, সাহাব উদ্দিন,আলা উদ্দিন, জান্নাত আরা, রিনা, মো. জামাল, জাফর সর্দার, রাজনীতিক উত্তম চক্রবর্তী, ফখরুল ইসলাম, রিয়াদুল করিম রিয়াদ, হাসান মাহমুদ মাসুম, আসিফ, রায়হান, হাসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম সুজন বলেন, মালিকের কর্তব্য হচ্ছে শ্রমিক নিয়োগের আগেই অবশ্যই মজুরী নির্ধারণ করে নেয়া ও কাজ শেষ হওয়া মাত্রই শ্রমিককে তাঁর পারিশ্রমিক প্রদান করা। এই ক্ষেত্রে মিমি সুপার মার্কেটের শ্রমিকেরা তাদের শ্রম ঠিকই দিচ্ছেন কিন্তু কিছু কিছু দোকান মালিক শ্রমিজীবী মানুষের সঠিক পারিশ্রমিক দিচ্ছে না। ফলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, দোকানে শ্রমিক কর্মচারীরাও বাংলাদেশের নাগরিক। প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী তারা শ্রম অধিকার পাওয়ার অধিকার রাখে। সরকার ঘোষিত শ্রমনীতির বাইরে যাওয়া কারো সুযোগ নেই। এই ক্ষেত্রে শ্রমিকেরা মালিকের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সততা,আন্তরিকা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে। শ্রমিকের প্রতি মালিকের কর্তব্য হচ্ছে শ্রমিকের যথাযথ পারিশ্রমিক প্রদান করা। এর ব্যত্যয় ঘটলে শ্রমনীতি লংঘিত হবে। এই প্রসঙ্গে সুজন বলেন মালিক শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বর্তমান সরকার শ্রমনীতি ঘোষনা করেছেন। তা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে শ্রমিকের অধিকার ও মর্যাদা পুণ:প্রতিষ্ঠা হবে। দূর হবে মালিক শ্রমিক বিরোধ আর প্রতিষ্ঠা হবে শ্রমের প্রকৃত মর্যদা। সভায় খোরশেদ আলম সুজন সহ সমিতির নেতৃবৃন্দ মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি কর্তৃক নিয়মবহিঃর্ভূতভাবে চাকুরিচ্যুত মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী সমিতির সভাপতি নুর ইয়াছিন চৌধুরীকে অবিলম্বে পুনরায় চাকরিতে বহাল করার আহবান জানান। বিজ্ঞপ্তি