মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট পরিদর্শন

53

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্মাণাধীন নতুন হাসপাতাল ভবনে ২০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে শয্যা সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে সম্প্রতি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. বদিউল আলম ও সহকারী পুলিশ কমিশনার শ্রীমা উক্ত ইউনিটটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য (ডোনার) ও করোনা ম্যানেজমেন্ট সেলের উপদেষ্টা ইঞ্জিঃ মো. জাবেদ আবছার চৌধুরী, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, বিভাগীয় প্রধান (মেডিসিন) প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাছান মামুন, উপ-পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. মো. আবু সাইদ চৌধুরী, বিভাগীয় প্রধান (এনেসথেসিওলজি) ডা. অলক নন্দী, বিভাগীয় প্রধান (অনকোলজি) ডা. শেফাতুজ্জাহান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কামাল হোসেন জুয়েল, সহকারী পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ। কর্মকর্তাবৃন্দ হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত শয্যা সংখ্যা আরো বাড়ানোর জন্য অনুরোধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সাধ্যমত করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি