‘মায়ের স্মৃতি’ গ্রন্থের প্রকাশনা উৎসব আজ

109

কবি গল্পকার করুণা আচার্য সম্পাদিত ‘মায়ের স্মৃতি’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও মাতৃবন্দনা অনুষ্ঠান আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ। আলোচক থাকবেন শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক প্রফেসর ড. ফেরদৌস আরা আলীম, শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, শিক্ষবিদ ড. আনোয়ারা আলম। স্বাগত বক্তব্য রাখবেন লেখক সাংবাদিক শওকত বাঙালি। ‘মাহরা সংগীত ঘর’ আয়োজিত এ অনুষ্ঠানে সকল মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনকল্পে মুক্তিযোদ্ধা, শহীদ জায়া ও ভগ্নি বেগম মুশতারী শফী ও অর্চ্চনা বালা আচার্যকে মা হিসাবে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে মাকে নিয়ে কবিতা আবৃত্তি, গান ও স্মৃতিচারণ থাকবে। এতে সকল গুণগ্রাহী ও শুভাকাঙ্খিদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হচ্ছে। বিজ্ঞপ্তি