মায়ের বন্দনা ও স্মৃতি গ্রন্থের প্রকাশনা উৎসব

23

মোহরা সংগীত ঘরের উদ্যোগে চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে অন্যরকম আয়োজনে মায়ের বন্দনা ও স্মৃতি গ্রন্থের প্রকাশনা উৎসব গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক রাশেদ রউফ, প্রফেসর ফেরদৌস আরা আলীম, সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম চারুকলা কলেজ, কবি ও শিশু সাহিত্যিক দীপালী ভট্টাচার্য।
সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক করুণা আচার্য। এড. আবৃত্তিশিল্পী মিলি চৌধুরীর সঞ্চালনায় প্রফেসর রীতা দত্তের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মায়ের বন্দনায় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা শহীদ জায়া ও ভগ্নি বেগম মুশতারী শফী, অর্চ্চনা বালা আচার্য, আরো উপস্থিত ছিলেন বিশেষ সন্মাননায় অধ্যাপক নীলু রানী চক্রবর্ত্তী, টুটুল দাশ, শিল্পী উর্বশী চক্রবর্ত্তী, জোবেদা খানম, চিনু রানী চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি