মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বান্দরবানে র‌্যালি

116

বান্দরবানে মাহে রমজানেকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান ইসলামিক ফাউন্ডেশ ও গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার যৌথ আয়োজনে বর্ণাঢ্য ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত সোমবার বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়, র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এস শেষ হয়। র‌্যালিতে ব্যানার ও প্ল্যার্কাড হাতে নিয়ে সকল পর্যায়ের ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান ইফার ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলম সজিব। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইফা ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইফা কার্যালয়ের মো. সাইমন, মডেল কেয়ারটেকার আব্দুল আলিম, মাওলানা মো. আবুল কাশেম, মাওলানা আবুল মালেকসহ বান্দরবান জেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণ ও মসজিদ ভিত্তিক প্রাথমিক গণ শিক্ষার শিক্ষকগন উপস্থিত ছিলেন। এদিকে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য রমজান মাসটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ। এ মাসে মানুষের যাতে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে রমজানের রোজা গুলো রাখতে পারে ও রোজাদারদের কোনরকম ভোগান্তি পোহাতে না হয় সেজন্য সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার জন্য সকলের নিকট আহŸান জানিয়ে বক্তারা বলেন, এ রমজান মাসে জনসাধারণ যাতে সেহেরি ও ইফতারের সময় বিদ্যুতের অভাবে কষ্ট না পায় সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।