মাস্টার নজির আহমদ আমাদের মাঝে চিরস্মরণীয়

120

বৃহত্তর চট্টগ্রামের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক পূর্বদেশ প্রতিষ্ঠার আরও একটি বছর পেরিয়ে গেল। দেশের সমৃদ্ধির স্বর্ণদ্বার হিসেবে পরিচিত হাজার বছরের ঐতিহ্য ও ইতিহাসে অনন্য অবদান রাখা বীর প্রসবিনী চট্টগ্রামে মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার চর্চার ধারবাহিকতায় পূর্বদেশ প্রতিষ্ঠা করেছিলেন মরহুম মাস্টার নজির আহমদ। পূর্বদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। মহৎপ্রাণ এ শিক্ষাবিদ আমাদের মাঝে বেঁচে থাকবেন যুগের পর যুগ ধরে, থাকবেন চিরস্মরণীয় হয়ে।
উন্নয়নসহ নানাক্ষেত্রে বরাবরই বঞ্চনার শিকার চট্টগ্রামের অন্যতম অনগ্রসর জনপদ বাঁশখালীর নাপোড়ার বাসিন্দা আলহাজ মাস্টার নজির আহমদ। শিক্ষকতার মহান পেশায় আলোকিত মানুষ গড়ার পাশাপাশি আলোকময় প্রতিষ্ঠান গড়ে তোলাকেই যিনি নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর হাত ধরেই বাঁশখালীর দুর্গম অজপাড়ায় গড়ে উঠেছে অনেক স্কুল-কলেজ ও মাদ্রাসা। কর্মময় জীবনে নিজেকে ছাড়িয়ে যাওয়ার অসামান্য তাড়না অনুভব করতেন যে কর্ম্যােদমী ব্যক্তিত্ব; সেই কর্মগুণেই ‘মাস্টার’ শব্দটি কখন যে নিজের নামের অংশ করে নিয়েছেন তা নিজেও জানতেন না। বাঁশখালী ছাপিয়ে চট্টগ্রামের মানুষের মুখে যিনি ‘নজির আহমদ মাস্টার’ নামে সমধিক পরিচিতি লাভ করেছেন, সেই আলোকিত মানুষটির হাতেই পূর্বদিগন্তের সংবাদপত্র জগতে জন্ম নিয়েছিল আজকের পাঠকপ্রিয় দৈনিক পূর্বদেশ। তাঁর হাতের স্পর্শ থেকে আমরা বঞ্চিত হচ্ছি গেল কিছু বছর ধরেই। কিন্তু তিনি তাঁর কর্মগুণেই আমাদের মাঝে আছেন, থাকবেন অনন্তকাল। তার আদর্শ বুকে ধারণ করেই আমরা পথ চলছি। আজকের দিনে আমরা পরম শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করছি।