মাস্ক ব্যবহারের দাবিতে নগরে মানববন্ধন

18

‘নিজে ভাল থাকি, সবাইকে ভালো রাখি’ শ্লোগানে ঘরের বাইরে মাস্ক পরি, বিপদমুক্ত ও নিরাপদ থাকি দাবিতে মানববন্ধন করেছে আইবিপি ফুড সেফটি প্রকল্প, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। গতকাল পশ্চিম ষোলশহরের বিবিরহাটে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, করোনা যেহেতু অন্যের সংস্পর্শে ছড়ায় সে কারণে গণপরিবহন ও বাজারে মাস্ক পরা বাধ্যতামূলক আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। অনেকে মনে করছেন করোনা বাংলাদেশ থেকে চলে গেছে। ফলে করোনা সংক্রান্ত সুরক্ষা ছাড়াই ঘরের বাইরে গণপরিবহন ও বাজারে যাচ্ছেন। যার ফলে করোনার ঝুঁকিতে পুরো সমাজ আতংকিত। তাই গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তোলা ও হাট, বাজার ও দোকানে মাস্ক ছাড়া বিক্রি না করার বিষয়টি কঠোরভাবে মেনে চলার জন্য স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান। ক্যাব ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড সভাপতি অধ্যাপক এবিএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, ক্যাব পাঁচলাইশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও এর সভাপতি মোহাম্মদ জানে আলম, ক্যাব পাঁচলাইশের আবদুল মাজেদ ভাষানী, মুক্তা শেখ মুক্তি, ক্যাব পশ্চিম ষোলশহর ওয়ার্ড সাধারণ সম্পাদক আখতার হোসেন, সহ-সভাপতি এম এ আওয়াল শাহীন, নারী নেত্রী ফাতেমা রহমান ময়না, তাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি