মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার ম্যাচে দর্শক ঢল

33

সিরিজের শেষ ম্যাচ দিয়ে একজন মাশরাফির অধিনায়কত্বের ইতি। তাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকে চোখ ক্রিকেট প্রেমিদের।
সব পথ যেন চা বাগানের আঁকাবাঁকা পথ ধরে মিশে গেছে সবুজে ঘেরা স্টেডিয়ামে। গ্রীন গ্যালারি যে স্টেডিয়ামকে চিনিয়েছে। এবার ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফির অধিনায়কত্বের ইতি টানার ইতিহাসের পাশে লেখা থাকবে স্টেডিয়ামটির নাম। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাশ’র শেষ ম্যাচটির স্মৃতি ধরে রাখতে কেবল সিলেট নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন মাশরাফি ভক্তরা। শেষ ম্যাচ রাঙাতে দর্শক ঢল সিলেট স্টেডিয়াম অভিমুখে।
সিলেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে গত দুই ম্যাচে গ্যালারির অনেকটা শূন্য ছিল, টিকিট কাউন্টারের সামনে ছিল না দীর্ঘ সারি। অথচ শুক্রবার সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথের সামনে হাজার হাজার দর্শকের লাইন। মাশরাফি ভক্তরা সেখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন স্টেডিয়াম প্রবেশকালে তাকে স্বাগত জানাতে। ব্যানারেও যেন ছুঁয়ে গেছে আবেগে ‘ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন!’