মালয়েশিয়ায় করোনা আক্রান্তদের ৮০ ভাগই এখন সুস্থ

29

মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের ৮০ দশমিক ৮১ শতাংশই এখন সুস্থ। ১৮ মে সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।টুইটে বলা হয়, ১৭ মে পর্যন্ত দেশটিতে ছয় হাজার ৮৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৫৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ১১৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।