মালিতে ধসে পড়লো ভবন নিহত ১৫

28

আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে নির্মাণাধীন একটি তিনতলা ভবন ধসে ১৫ জন নিহত হয়েছেন। ১ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৪টার দিকে ওই ভবনধসের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নির্মাণাধীন ভবনটির কিছু অংশে লোকজনের বসবাস ছিল। সূর্যোদয়ের কিছু আগে সেটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ২৬ জনকে জীবিত উদ্ধারে সক্ষম হন।
জাতীয় সুরক্ষা মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপ থেকে চার বছর বয়সী একটি মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক নারীকেও অত্যন্ত নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় মিডিয়াগুলো জানায়, প্রথমে ওপরের তলাটি অবশিষ্ট ভবনের ওপর ধসে পড়ে। এরপর পুরো ভবনই ‘তাসের ঘরের মতো ভেঙে পড়ে।’ মালিতে প্রায়ই নকশার অনুমোদন ছাড়া ভবন নির্মাণের কারণে ধসের ঘটনা ঘটে।