মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার ভিসা হবে দিল্লিতে

69

আগামী ১ মার্চ থেকে কলম্বোতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাস বাংলাদেশিদের কোনও ভিসা আবেদন গ্রহণ করবে না। দক্ষিণ আফ্রিকা সিদ্ধান্ত নিয়েছে, কলম্বোর বদলে দিল্লিতে অবস্থিত তাদের দূতাবাসে ভিসা আবেদন প্রসেসিং করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল শুক্রবার বলেন, ‘এই সিদ্ধান্তের বিষয়টি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘তারা কেন এই সিদ্ধান্ত নিলো, আনুষ্ঠানিকভাবে সেটি আমাদেরকে জানায়নি। তবে অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলেছে, তারা কিছু অব্যবস্থাপনা এবং ভিসা আবেদনের সঙ্গে জাল কাগজপত্র পেয়েছেন।’
খবর বাংলা ট্রিবিউনের
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০০ মিলিয়ন ডলারের বেশি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে মোট বাণিজ্য ছিল ১১০ মিলিয়ন ডলার এবং এরমধ্যে বাংলাদেশে থেকে রফতানি হয়েছে ৪০ মিলিয়ন ডলার। দক্ষিণ আফ্রিকায় বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অবস্থান করছেন।
উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ তাদের ভিসা প্রক্রিয়ার কাজ ঢাকা থেকে দিল্লিসহ অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে।