মার্কিন সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্তির হুমকি ইরানের

35

যুক্তরাষ্ট্র যদি ইরানের অভিজাত রেভ্যুলেশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভূক্ত করে তবে পাল্টা জবাবে মার্কিন সামরিক বাহিনীকেও ‘কালো তালিকাভূক্ত’ করার হুমকি দিয়েছেন ঊর্ধ্বতন এক ইরানি আইনপ্রণেতা। সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের তিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র তাদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে অন্তর্ভূক্ত করবে।
যদি তাই হয় তবে এই প্রথম কোনো দেশের সশস্ত্রবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অ্যাখ্যা দেবে যুক্তরাষ্ট্র। যদিও পেন্টাগন থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান হাশমাতুল্লাহ ফালাহাতপিশেহ শনিবার এর প্রতিক্রিয়ায় এক টুইটে বলেন, ‘যদি রেভ্যুলেশনারি গার্ডকে আমেরিকার সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভূক্ত করা হয় তবে আমরাও তাদের সেনাবাহিনীকে সন্ত্রাসী দলের কালো তালিকায় ইসলামিক স্টেটের (আইএস) পাশে রাখব।’ বিডিনিউজ