মার্কিন প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে চান ভারতীয় বংশোদ্ভূত তুলসি

53

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রার্থী হতে চান ভারতীয় বংশোদ্ভূত তুলসি গ্যাবার্ড। তুলসি ডেমোক্রেটে দলের হাওয়াইয়ে কংগ্রেস প্রতিনিধি। শুক্রবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। তুলসি বলেছেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ ৩৭ বছরের গ্যাবার্ড ইরাক যুদ্ধ বিশেষজ্ঞ। মার্কিন কংগ্রেসে তিনিই প্রথম নির্বাচিত হিন্দু প্রতিনিধি। গ্যাবার্ড জানিয়েছেন, তার নির্বাচনী প্রচারণার মূল বিষয় থাকবে ‘যুদ্ধ ও শান্তি ইস্যু’। ডেমোক্রেট দলের পক্ষে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। ডেমোক্রেট দলের উদারপন্থীদের মধ্যে গ্যাবার্ড বেশ জনপ্রিয়। তবে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে দলের ভেতরে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে তাকে। প্রাইমারিতে ইতিমধ্যে লড়ার ইঙ্গিত দিয়েছেন সিনেটর কামালা হ্যারিস, করি বুকার, কিরস্টেন গিলব্র্যান্ড, জুলিয়ান ক্যাস্ট্রো, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। অনলাইন বার্তা সংস্থার